শুক্রবার (১০ জুলাই) সকালে নতুন মনসুরাবাদ এলাকার শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মো. বাদশা মিয়া আকবরশাহ থানাধীন ফিরোজশাহ এলাকার আমান উল্লাহ মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বাংলানিউজকে বলেন, আকবরশাহ থানাধীন নতুন মনসুরাবাদ এলাকার শ্যামলী পরিবহনের বাস কাউন্টারের সামনে ১৯৯ বোতল ফেনসিডিলসহ মো. বাদশা মিয়া নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বাদশা মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
বাংলাদশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এসকে/টিসি