ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতি মামলায় দীর্ঘদিন পলাতক, অবশেষে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ডাকাতি মামলায় দীর্ঘদিন পলাতক, অবশেষে গ্রেফতার গ্রেফতার মো. বশির আহম্মদ রনি

চট্টগ্রাম: দিনদুপুরে ২০১৯ সালের ২ জুলাই নগরের লালদীঘি এলাকা থেকে মেসার্স আর এস ট্রেডিং নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ হইতে নগদ ৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. বশির আহম্মদ রনিকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো. বশির আহম্মদ রনি কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার কলিম উল্লাহ মাস্টার বাড়ির জহির আহম্মদ বাবুর ছেলে।

তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ বাংলানিউজকে বলেন, ২০১৯ সালের ২ জুলাই নগরের লালদীঘি এলাকা থেকে মেসার্স আর এস ট্রেডিং নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ হইতে নগদ ৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি মো. বশির আহম্মদ রনিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতার মো. বশির আহম্মদ রনি একজন ছিনতাইকারী। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।