ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা আনতে ঢাকা থেকে ট্রাক যায় কক্সবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ইয়াবা আনতে ঢাকা থেকে ট্রাক যায় কক্সবাজার আটক দুই ইয়াবা ব্যবসায়ী

চট্টগ্রাম: কখনও পণ্য আনার নামে বা কখনও খালি ট্রাক নিয়ে কক্সবাজার যায়। ফেরার পথে নিয়ে আসে ইয়াবা। অন্য সময় তাদের কাছে পুলিশের ভয় কাজ করলেও করোনার কারনে তা ছিলনা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইয়াবাসহ নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর এমন তথ্য জানিয়েছে দুই ইয়াবা ব্যবসায়ী।

বৃহস্পতিবার নগরের ডবলমুরিং থানাধীন ইদগাহ কাচারাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই ইয়াবা ব্যবসায়ী হলো- মাদারীপুর জেলার কালকিনি থানার মাথাভাঙ্গা এলাকার মো. কালাম সর্দারের ছেলে মো. শরীফ (২৪) ও আশুলিয়া থানার গৌরিপুর এলাকার আলী হোসেনের ছেলে মো. তসির (৫০)। এদের মধ্যে মো. শরীফ ঢাকার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা এলাকার বসবাস করেন।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে ডবলমুরিং থানাধীন ইদগাহ কাচারাস্তার মাথা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক বলেন, আটকের পর দুই ইয়াবা ব্যবসায়ী জানিয়েছেন, তারা কখনও পণ্য আনার নামে বা কখনও খালি ট্রাক নিয়ে কক্সবাজার যান। ফেরার পথে নিয়ে আসেন ইয়াবা। আগে পুলিশের কাছে ধরা পড়ার ভয় কাজ করতো। করোনার কারনে পুলিশ ব্যস্ত থাকায় তারা ধরা পড়বেন না বলে তাদের ধারণা ছিল।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।