ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আমদানি-রফতানি পণ্যের মান পরীক্ষার ল্যাবে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
আমদানি-রফতানি পণ্যের মান পরীক্ষার ল্যাবে চুরি

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদে আমদানি ও রফতানি পণ্যের গুণগত মান পরীক্ষা করার জন্য বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত মাল্টিফ্যাস্টেড ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। ল্যাবটি প্রতিষ্ঠা হলেও এর কার্যক্রম এখনও চালু হয়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে ডবলমুরিং থানায় এ চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় আগ্রাবাদ এলাকার প্রগতি হাউজের তৃতীয় তলায় অবস্থিত ল্যাবটিতে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দরজা খুলে ভিতরে প্রবেশ করে ল্যাবের জরুরি বহিঃগমন দরজা ভাঙা পান। দুর্বৃত্তরা বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে ২০ হাজার টাকা, ল্যাপটপ, নোটপ্যাডসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বাংলানিউজকে বলেন, আমদানি ও রফতানি পণ্যের গুণগত মান পরীক্ষা করার জন্য বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত মাল্টিফ্যাস্টেড ল্যাবে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা চুরির ঘটনাটি তদন্ত করছি।

ল্যাবটি প্রতিষ্ঠা হলেও এর কার্যক্রম এখনও চালু হয়নি বলে জানান পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।