ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ধলই করোনা আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ধলই করোনা আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু ধলই করোনা আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু

চট্টগ্রাম: হাটাহাজারীতে যাত্রা শুরু করেছে প্রথম বেসরকারী প্রাতিষ্ঠানিক করোনা আইসোলেশন সেন্টার। ধলই সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে করোনা আইসোলেশন সেন্টারটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে এ করোনা আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন।

১০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন সেন্টারে থাকছে বিভিন্ন সুবিধা।

এখানে রয়েছে সার্বক্ষণিক চিকিৎসক, অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা, ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো  এবং করোনা রোগীদের আবাসিক সুবিধাসহ বিভিন্ন ব্যবস্থা।

২৪ ঘণ্টা খোলা এ আইসোলেশন সেন্টারে ধলই, ফরহাদাবাদ, মির্জাপুর সহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নের রোগীদের ভর্তি করানো হবে।

এছাড়া পাশ্ববর্তী উপজেলা ফটিকছড়ির জনসাধারণকেও চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান উদ্যোক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করোনা আইসোলেশন সেন্টারের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী।

করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, উদ্যোক্তা এইচএম আলী আবরাহা দুলাল, হাটহাজারী মেডিকেল অফিসার ডা. এসএম সাফায়েত ইসলাম

উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শাহজাহান মাহবুব,নাজিম উল্লাহ শরীফ বাবু, রফিক আলম চৌধুরী, প্রভাষক উদ্যোক্তা হেলাল মাসুদ মজুমদার, ইরফান চৌধুরী নয়ন, আজিম উল্লাহ, আজম উল্লাহ শরীফ, ডা. আমান উল্লাহ, ডা. শামসুল আলম, সাজিদুল করিম পারভেজ, সোহরাব হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, মানবিককাজে সরকারের পাশে মানবিক মানুষগুলো এগিয়ে এসেছেন। এটি অত্যন্ত পজেটিভ বিষয়।   ফলে চিকিৎসা সেবা পাবে এমন অভয় থাকলে করোনা রোগীরা মানসিকভাবে শক্ত থাকবে।

মানবিক এ কাজে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ধলই ও আশেপাশের এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।