ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, হোটেলে বাসি খাবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, হোটেলে বাসি খাবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও হোটেলে বাসি খাবার বিক্রির দায়ে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ জুলাই) নগরের আকবার শাহ ও কোতোয়ালী থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।


এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম আকবর শাহ থানার বিভিন্ন মুদি দোকানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন।
তিনি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে আল্লাহর দান মুদি দোকানের মালিককে জরিমানা করেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি বাসি খাবার, দই বিক্রির দায়ে স্বপ্নিল রেস্টুরেন্ট মালিককে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad