ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিককে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা দিলো বন্দর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
চসিককে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা দিলো বন্দর

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ কোটি ৫৫ লাখ টাকার চেক দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক)।

বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পৌরকর বাবদ চেকটি বুঝে নিয়ে বুধবার (৮ জুলাই) বিকেলে ৪টায় টাইগারপাসের চসিক কার্যালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে তুলে দেন প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম ও রাজস্ব সার্কেল-৮ এর কর কর্মকর্তা মো. সারেক উল্লাহ।



এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্দর সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বলেন, প্রতিবছর চসিককে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
অনেক সময় অগ্রীমও আদায় করা হয়। এবার ৩৫ কোটি ৫৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।