ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিষেধাজ্ঞা না মেনে মাছ শিকার, ৫ জেলের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
নিষেধাজ্ঞা না মেনে মাছ শিকার, ৫ জেলের জরিমানা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে সরকারি নির্দেশনা না মেনে মাছ শিকার করায় ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ডের সহায়তায় সাগরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলানিউজকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ২৫ জুলাই সাগরে মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানের খবরে অনেক জেলে জাল ফেলে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া প্রায় ৬ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।