ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সড়কে সন্তান প্রসব, নবজাতক ও মা বিদ্যানন্দ হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জুলাই ৭, ২০২০
সড়কে সন্তান প্রসব, নবজাতক ও মা বিদ্যানন্দ হাসপাতালে সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন মা ও নবজাতক

চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী সড়কের ওপর সন্তান প্রসব করার পর স্থানীয় তরুণরা নবজাতকসহ সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে ভর্তি করে দিয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নন কোভিড ওয়ার্ডে ভর্তি ওই মাকে স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় রক্ত দেওয়া হয়েছে।

পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া জানান, সন্তান প্রসব করা ওই নারী ‘মানসিক ভারসাম্যহীন’।

নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না। পুলিশ আশপাশের এলাকায় খোঁজ-খবর নিচ্ছে।

করোনা রোগীদের চিকিৎসার জন্য পতেঙ্গার বিকে কনভেনশন সেন্টারে গত ১ জুলাই চালু হয়েছে ১০০ শয্যার  সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। এ হাসপাতালে রয়েছে ২০টি হাই ফ্লো অক্সিজেন সুবিধার শয্যাও।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।