ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মামলার আসামিকে গ্রেফতারে অনুমতি দিচ্ছে না রেলওয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
মামলার আসামিকে গ্রেফতারে অনুমতি দিচ্ছে না রেলওয়ে

চট্টগ্রাম: মালামাল চুরিতে সহযোগিতা করায় পাহাড়তলী রেলওয়ের সেল ডিপোর ইনচার্জ উপ সহকারী প্রকৌশলী মো. ইউনুসের বিরুদ্ধে মামলা হলেও তাকে গ্রেফতারে অনুমতি দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক বিভাগের অধীনে কর্মচারী ইউনুসকে বাঁচাতে নানা চলচাতুরি করছে সংশ্লিষ্ট দফতর। ২৭ জুন পাহাড়তলীর সেল ডিপোতে মালামাল চুরির সময় তিন চোরকে হাতেনাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ তারা জানায় ইউনুসের সহযোগিতায় তারা মালামাল চুরি করে।

পরে তিন চোরসহ ইউনুসের নামে মামলা করে রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)।

২৭ জুন ইউনুসকে গ্রেফতারে পাহাড়তলীর প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বরাবর চিঠি দিয়ে অনুমতি চায় আরএনবি। কিন্তু ৯দিন পার হলেও এখনও অনুমতি দেয়নি সংশ্লিষ্ট দফতর।

প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (সিওএস) প্রকৌশলী বেলাল হোসেন সরকার বাংলানিউজকে বলেন, চুরির ঘটনা ঘটার পর দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন এখনও পাইনি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরএনবির এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ইউনুসের নামে ফৌজদারি মামলা হয়েছে। তদন্তের কাজ নিজস্ব গতিতে চলবে, ফৌজদারি মামলার বিষয়ে আদালতে বিচার হবে। তাকে গ্রেফতারের অনুমতি দেওয়া তাদের দায়িত্বের মধ্যে পড়ে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।