ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জোয়ারের পানি মা ও শিশু হাসপাতালের নিচতলাতেও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
জোয়ারের পানি মা ও শিশু হাসপাতালের নিচতলাতেও বৃষ্টি ও জোয়ারের পানিতে দুর্ভোগ মা ও শিশু হাসপাতালের রোগীদের। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে নগরের নিম্নাঞ্চল। এতে বাদ যায়নি  আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল। ফলে রোগী নিয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে স্বজনদের।

সোমবার (০৬ জুলাই ) বিকেলে এমনই দৃশ্য চোখে পড়ে ওই হাসপাতালটির নিচতলায়।

রোগীর স্বজনরা জানান, হাসপাতালে পানি উঠে যাওয়ায়, রোগী নিয়ে ভেতরে প্রবেশ করতে এবং বের হতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অনেক কষ্ট করে লাফিয়ে লাফিয়ে চলতে হচ্ছে হাসপাতালের ভেতরে।

মা ও শিশু হাসপাতালে পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বাংলানিউজকে বলেন, বহুদিন ধরে এ সমস্যার সম্মুখীন হচ্ছি।

বর্ষা মৌসুমে আমাদের এ সমস্যা পোহাতে হয়। বৃষ্টির পানি এবং জোয়ারের পানি এক সঙ্গে হওয়ার কারণে এ সমস্যা।

তিনি বলেন, এ ব্যাপারে একাধিকবার সিটি করপোরেশন এবং সিডিএকে জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। বিষয় হলো এ সমস্যা একদিনে সমাধান করা যাবে না। এ সমস্যা সমাধান করতে প্রয়োজন পরিকল্পিত পরিকল্পনা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘন্টা, জুলাই, ০৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।