ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অক্সিমিটারসহ ১০০ অক্সিজেন সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
অক্সিমিটারসহ ১০০ অক্সিজেন  সিলিন্ডার দিল সাইফ পাওয়ারটেক অক্সিজেন সিলিন্ডার তুলে দেন মেজর (অব.) হুমায়ুন কবির

চট্টগ্রাম: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিআইটিআইডি ও জেনারেল হাসপাতালের জন্য অক্সিমিটারসহ ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সাইফ পাওয়ারটেক।

রোববার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের হাতে সাইফ পাওয়ারটেক'র পক্ষে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেন মেজর (অব.) হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বিআইটিআইডি’র পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী।

দেশের এই ক্রান্তিলগ্নে চট্টগ্রামের করোনা রোগীদের সুচিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দেওয়ায় সাইফ পাওয়ারটেককে ধন্যবাদ জানান বিভাগীয় কমিশনার।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।