ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা সম্ভব: জসিম চৌধুরী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবিলা সম্ভব: জসিম চৌধুরী অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলায় চালু হয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা। মরদেহ পরিবহন এবং অক্সিজেনসহ করোনা রোগীর সেবা নিতে যেকোনো মুহূর্তে ফোন (০১৭৮১-৯০৩৪৩৯, ০১৮১৩-২১৫১৬৭, ০১৮৩০-১০৮৭১৪ ও ০১৭১৬-৪০৫০২৫) মিলবে এ সেবা।

রোববার (৫ জুলাই) দৈনিক পূর্বকোণ কার্যালয়ে অ্যাম্বুল্যান্স সেবা কার্যক্রমের উদ্বোধন ও অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিস এক্সপোর্টার গ্রুপের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিস এক্সপোর্টার গ্রুপের অর্থায়নে দেওয়া অ্যাম্বুলেন্সটির চাবি বুঝে নেন চিকনদণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জসিম উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় সংকটে চিকিৎসাসেবার উন্নয়নের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনার এ দুর্যোগ মোকাবিলা করতে হবে।

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বলেন, আমাদের দেশে প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠেনি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেএস এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, সার্ভ ফর স্মাইল সংগঠনের আহ্বায়ক সাইফুল্লাহ মনসুর, সাবেক ছাত্রনেতা মো. বাহার উদ্দিন, এন২এস’র ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান, প্রাইম লেবেলের স্বত্বাধিকারী ইকবাল পারভেজ, হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আক্তার রুবেল, অ্যাম্বুলেন্স সেবা সমন্বয়কারী আবুল মনছুর প্রমুখ।

সেবা কার্যক্রমে সহযোগিতা করবে হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।