ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১ লাখ ৩২ হাজার পরিবারে ত্রাণ দিয়েছে বিএনপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
চট্টগ্রামে ১ লাখ ৩২ হাজার পরিবারে ত্রাণ দিয়েছে বিএনপি

চট্টগ্রাম: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৩২ হাজার ৩২১ পরিবারকে ত্রাণ দেওয়ার দাবি করেছেন নগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

রোববার (৫ জুলাই) এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

শাহাদাত বলেন, বিএনপি ১৪ বছর ক্ষমতার বাইরে।

তার ওপর সরকারের দমন, নিপীড়ন ও হামলা, মামলায় জর্জরিত নেতাকর্মীরা এখন নিঃস্ব প্রায়। তারপরও যেকোনো দুর্যোগ মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে আছে।
করোনাকালে চট্টগ্রামের জোন ভিত্তিক ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে।

তিনি বলেন, এ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ১ লাখ ৩২ হাজার ৩২১ পরিবারে ত্রাণ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।