ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজ ‘ব্যাচ ৮০’ দিলো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
চট্টগ্রাম কলেজ ‘ব্যাচ ৮০’ দিলো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ডা. অসীম কুমার নাথের হাতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা তুলে দেন চট্টগ্রাম কলেজ ‘ব্যাচ ৮০'র সদস্যরা

চট্টগ্রাম: নগরে করোনার মূল চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালে এক ইউনিট ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা অক্সিজেন ডিভাইস’ দিয়েছে চট্টগ্রাম কলেজ ‘ব্যাচ ৮০'র সদস্যরা।

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় ব্যাচের পক্ষ থেকে ডা. আশফাক, অজয় নন্দী, রাফি ও দেওয়ান মাবুদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথের হাতে ডিভাইসটি হস্তান্তর করেন।

দেওয়ান মাবুদ বলেন, দেশের এই ক্রান্তিকালে আমাদের উচিত মানবতার সেবায় এগিয়ে আসা।

চট্টগ্রাম কলেজের ব্যাচ-৮০ এর বন্ধুরা মিলে চেষ্টা করছি সবার পাশে দাঁড়াতে, সামনে আরো বড় পরিসরে কিছু করার ইচ্ছে আছে আমাদের।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।