ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট রেজাউল করিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
চবির অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট রেজাউল করিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনির্মিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রথম প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন চবির কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। হলটিতে আগামী শিক্ষাবর্ষ থেকে আসন বরাদ্দের কথা রয়েছে।

রোববার (৫ জুলাই) তিনি এ পদে যোগদান করেছেন।

এর আগে গত ৩০ জুন তাকে এক বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

রেজাউল করিম ২০১০ সালে শহীদ আব্দুর রব হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ ও ২০১৯ সালে তিনি সহকারী প্রক্টরের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০।
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad