ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীদের জন্য চট্টগ্রাম চেম্বারের হেল্প ডেস্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ব্যবসায়ীদের জন্য চট্টগ্রাম চেম্বারের হেল্প ডেস্ক

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিসহ অন্যান্য শিল্প ও সেবা খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে হেল্প ডেস্ক চালু করেছে চট্টগ্রাম চেম্বার (সিসিসিআই)।

কৃষি খাতে ক্ষতি কাটিয়ে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার লক্ষ্যে চলতি মূলধন ঋণ সুবিধা গ্রহণ/প্রদানের বিষয়ে সহযোগিতাও করা হবে ‘তথ্য ও পরামর্শমূলক হেল্প ডেস্ক’ থেকে।

হটলাইন

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ সহায়তা প্রাপ্তি সংক্রান্ত নিয়মাবলি, সমস্যা, অভিযোগ বা আনুষঙ্গিক তথ্য জানতে সিসিসিআই হটলাইন নম্বরে (০৩১) ৭১৩৩৬৬-৯ যোগাযোগ করতে হবে।

 

সিসিসিআইর হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাদের সহায়তা পাওয়া যাবে এ দুইটি নম্বরে-০১৭৫৫৫৫৩১০৬, ০১৭৫৫৫৫৩১০৭।

হেল্প ডেস্ক টেলিফোন সহায়তা প্রতিদিন (শুক্রবার বন্ধ) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চালু থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad