ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদা থেকে ৩ হাজার মিটার জাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
হালদা থেকে ৩ হাজার মিটার জাল জব্দ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

চট্টগ্রাম: রুই জাতীয় কার্প মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ও ডলফিন রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত হালদা নদীর সাত্তার ঘাট থেকে নাজির হাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, হালদা নদীর বিভিন্ন অংশে চোরা মাছ শিকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় প্রায় ৩ হাজার মিটার ঘেরা জাল ও ভাসা জাল জব্দ করা হয়।

তিনি বলেন, হালদা নদীর জীব বৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৬টি অভিযান পরিচালনা করেছে। এইসব অভিযান প্রায় ১ লাখ মিটারের বেশি জাল জব্দ করে হয়েছে।

মা মাছ ও ডলফিন রক্ষার এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।