ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আইনজীবী

চট্টগ্রাম: করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদ (৭৩)।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই আইনজীবী মারা যান।

শনিবার দুপুর ১২টার দিকে চন্দনাইশে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন বাংলানিউজকে বলেন, আবুল কালাম আজাদ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি মারা গেছেন ।

তিনি জানান, গত ২৩ জুন আবুল কালাম আজাদকে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও ফলাফল পাওয়া যায়নি।

সিনিয়র আইনজীবী আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দীন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।