ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সবজি ও মাছের দাম অপরিবর্তিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
সবজি ও মাছের দাম অপরিবর্তিত ফাইল ফটো

চট্টগ্রাম: আষাঢ়ের মাঝামাঝি সময়টাতে সবজির দাম কমে এলেও এ বছর তা হয়নি। বরং গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেক কাঁচাবাজারে রাখা হচ্ছে ২-৫ টাকা বেশি। বৃষ্টির অজুহাত দেখিয়ে বিক্রেতারা বলছেন, এ সময়ে পরিবহনজনিত সমস্যায় সবজির দাম বেশি রাখতে হচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে নগরের রেয়াজউদ্দীন বাজার ও চকবাজার ঘুরে দেখা যায়, সব ধরনের সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। মাংসের বাজারে অলস সময় পার করছেন বিক্রেতারা।

বাজারে কেজিপ্রতি কাঁকরোল বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, বেগুন ৫০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৩৫ টাকা, লাউ ৪০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, করলা ৪০ টাকা, কচু ৩০-৪০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচা মরিচ ১শ-১২০ টাকা, আলু ৩০ টাকা।

ফাইল ফটোবাজারে গরু ও মুরগির দাম স্বাভাবিক রয়েছে।

পাশাপাশি মাছের দামও তেমন বাড়েনি। ব্রয়লার মুরগি ১৪৫ টাকা, লেয়ার মুরগি ২৮০ টাকা, গরুর মাংস সাড়ে ৭শ টাকা ও খাসির মাংস ৭শ-৭৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই ২৬০ টাকা, কাতাল ২৮০-৩শ টাকা, তেলাপিয়া ১৩০-১৫০ টাকা, ফার্মের কৈ আড়াই’শ টাকা, ফার্মের মাগুর ৪শ-৫শ টাকা, ছোট চিংড়ি সাড়ে ৫শ টাকা, পাবদা ৪শ টাকা, লইট্যা ১৩০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।