বৃহস্পতিবার (২ জুলাই) বিজিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটালি হাসপাতালটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জুম অ্যাপসের মাধ্যমে প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বাণিজ্যমন্ত্রী বলেন, মানুষ, মানুষের জন্য-এ কথা মনে রেখেই চট্টগ্রামে বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, সরকারি-বেসরকারি ও বিজিএমইএর এ মহতী উদ্যোগের সফলতায় চট্টগ্রামে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
ড. রুবানা হক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল চালু করায় চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানান।
এ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সহায়তাসহ সুযোগ-সুবিধা উত্তরোত্তর বাড়ানোর আহ্বান জানান তিনি।
বিভাগীয় কমিশনার বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। চট্টগ্রামে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি পর্যায়ে হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীদের যদি নিরবচ্ছিন্ন অক্সিজেন সার্পোট দেওয়া হয় তাহলে ৯৫ শতাংশ রোগী সুস্থ হবে।
স্বাগত বক্তব্যে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে নিয়ামক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজিএমইএ শ্রমিক কল্যাণ কর্মসূচির আওতায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মাধ্যমে শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদান, শ্রমিকদের সন্তানদের জন্য অবৈতনিক স্কুল এবং শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বিমা সুবিধা প্রদান করে আসছে। বর্তমান কোভিড-১৯ সৃষ্ট মহামারীর কারণে সামাজিক দায়বদ্ধতা থেকে শ্রমিক কর্মচারী ও স্থানীয় দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে।
এ ছাড়াও কোভিড-১৯ শনাক্তকরণে (টেস্ট) বিজিএমইএ একটি আরটি-পিসিআর মেশিন ‘বাংলাদশে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিইউডি) অনুদান হিসেদে বেদে।
তিনি বলেন, বিজিএমইএর এ উদ্যোগের ফলে চট্টগ্রামে করোনা জনিত দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।
বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিজিএমইএ কোভিড-১৯ ফিল্ড হাসপাতালের বিশেষজ্ঞ পরামর্শক ডা. আ ম ম মিনহাজুর রহমান।
বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি এএম চৌধুরী (সেলিম), পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হক, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস, সাবেক পরিচালক এমডিএম মহিউদ্দীন চৌধুরী, আবদুল মান্নান রানা ও মোহাম্মদ সাইফ উল্ল্যাহ মনসুর।
জুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মশিউল আলম সজল, সাবেক প্রথম সহ-সভাপতি খলিলুর রহমান, এসএম আবু তৈয়ব ও বিজিএমইএ হাসপাতাল বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক পরিচালক সেলিম রহমান প্রমুখ।
>> বিজিএমইএর ৫০ শয্যার আইসোলেশন সেন্টার চট্টগ্রামে
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এআর/টিসি