কাজের গতি কোনো অবস্থাতেই যাতে শ্লথ না হয় এবং জোড়াতালি দিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্বশীল থাকার নির্দেশনাও দেন তিনি।
নগরের টাইগারপাসে চসিকের নতুন কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) চসিকের প্রকৌশলী ও ঠিকাদারদের বৈঠকে মেয়র এ হুঁশিয়ারি ও নির্দেশনা দেন।
এ সময় চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, অসিম বড়ুয়া, আবু সিদ্দিক, বিপ্লব দাস, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান, জাইকার মোহাম্মদ মাহবুবুল আলম, ঠিকাদার মোহাম্মদ মনজুর আলম, আনোয়ার হোসেন, মোহাম্মদ ফরহাদুল ইসলাম, আশীষ মহাজন, নজরুল ইসলাম, মোহাম্মদ রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, কোনো কোনো ঠিকাদার কাজের চুক্তির সময় লঙ্ঘন করে দীর্ঘসূত্রতার আশ্রয় নিচ্ছে।
মেয়র নগরীর পোর্ট কানেকটিং সড়কের কাজ আগামী নভেম্বর মাসে এবং নগরীর ড্রেন, মিডআইল্যান্ডসহ বাকি সড়কগুলোর অসম্পূর্ণ কাজ জুলাই মাসের মধ্যে শেষ করার জন্য কড়া নির্দেশনা দেন।
এরপর আর কোনো ধরনের ওজর-আপত্তি গ্রাহ্য করা হবে না এবং সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এআর/টিসি