ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পার্কভিউ হাসপাতালের অবহেলায় আ.লীগ নেতার মৃত্যুর অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ২, ২০২০
পার্কভিউ হাসপাতালের অবহেলায় আ.লীগ নেতার মৃত্যুর অভিযোগ

চট্টগ্রাম: দুই দফায় চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন। একদিনের ব্যবধানে ফের অসুস্থতা বেড়ে গেলে তাকে নিয়ে আসা হয় একই হাসপাতালে। কিন্তু তাকে ভর্তি করাতে গড়িমসি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এমন অভিযোগ উঠেছে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালের বিরুদ্ধে।

মোহাম্মদ হোসেনকে ভর্তি করাতে তার স্বজনদের ছোটাছুটির মধ্যেই পার্কভিউ হাসপাতালে জরুরি বিভাগে মারা যান তিনি।

মোহাম্মদ হোসেন কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মোহাম্মদ হোসেনের ভাতিজা ইসহাক ইমন বাংলানিউজকে বলেন, ‘আমার চাচা মোহাম্মদ হোসেন পার্কভিউতে ভর্তি ছিলেন।

বুধবার বিকেলে তিনি কিছুটা সুস্থ বোধ করায় তাকে বাড়িতে নিয়ে যাই। রাতে উনার শ্বাসকষ্ট হলে বৃহস্পতিবার সকালে পার্কভিউ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু তখন তারা চাচাকে ভর্তি করাতে চায়নি।

তিনি অভিযোগ করেন, দুই ঘণ্টা রোগীকে কেউ দেখতেও আসেনি। একপর্যায়ে একজন ডাক্তার এসে বলেন উনি করোনা সাসপেক্টেড। আইসিইউ লাগবে। এরপর বলে একবার ৪ তলায় যান, আবার বলে ৮ তলায় যান। এভাবে করতে করতে রোগী মারা যায়।

এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ইসহাক ইমন।

এ বিষয়ে জানতে পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমকে মোবাইলে কল করা হলেও তিনি সাড়া দেননি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।