ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা সুরক্ষা সামগ্রী দিলো এসএসসি ৯৯ ব্যাচ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০২০
করোনা সুরক্ষা সামগ্রী দিলো এসএসসি ৯৯ ব্যাচ করোনা সুরক্ষা সামগ্রী দিলো এসএসসি ৯৯ ব্যাচ

চট্টগ্রাম:  সিটি হল কোভিড-১৯ আইসোলেশন সেন্টারের জন্য করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছে এসএসসি-৯৯ ব্যাচ।

বুধবার (১ জুলাই) চসিক মেয়রের দফতরে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়৷।

এর মধ্যে ছিলো মাস্ক, অক্সিমিটার, হাইপোক্লেরিন সলিউশন, সু-কভার ইত্যাদি।

 

এ সময় লায়ন নুরুজ্জামান, ডা. ওমর সায়েম রবিন, ডা. অনির্বাণ ঘোষ, লায়ন আবদুল্লাহ আল রায়হান, জুনায়েদ ইজদানী রবিন উপস্থিত ছিলেন।

মেয়র তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্ষুদ্র হলেও ব্যক্তি উদ্যোগে যদি প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে, তবে অন্যরাও অনুপ্রাণিত হবে।

এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগকে সমন্বিত করে করোনা প্রতিরোধ সম্ভব।

মেয়র চসিক আইসোলেশন সেন্টারে সেবা নিতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এসএসসি-৯৯ ব্যাচের সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান।

এদিকে নগরীর মোহরা  কাপ্তাই রাস্তার মাথা এবং  দুই নম্বর গেটের শেখ ফরিদ মার্কেট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত দুটি আধুনিক গণশৌচাগারের উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মোহরা  এলাকায় গণশৌচাগার নির্মাণে ৫৭ লাখ ৪২ হাজার ৬৭৪ টাকা ও শেখ ফরিদ মার্কেট এলাকার পাবলিক টয়লেট ও গণশৌচাগার নির্মাণে ৪১ লাখ ৫ হাজার ৫৫৭ টাকা ব্যয় হয়েছে।

গণ-শৌচাগার দু’টিতে নিরাপত্তার জন্য লকার রুম ছাড়াও ৫ টাকার বিনিময়ে টয়লেট, ১০ টাকার বিনিময়ে গোসল, ৫ টাকার বিনিময়ে লকার রুম ব্যবহার এবং ১ টাকার বিনিময়ে সুপেয় নিরাপদ পানি পানের ব্যবস্থা রাখা হয়েছে। এতে প্রতিবন্ধী, শিশু, নারী ও পুরুষদের পৃথক পৃথকভাবে টয়লেট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে।
এ সময় স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আজম, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত, রাজনীতিক বেলাল আহমেদ, নাজিম উদ্দিন চৌধুরী, আনোয়ার মির্জা, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, বেলায়েত হোসেন, নঈম উদ্দিন খান, ডিএসকে’র প্রকল্প কর্মকর্তা উজ্জ্বল সিকদার, প্রকৌশলী মাহমুদুল সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।