ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নকল হ্যান্ড স্যানিটাইজার-মাস্কসহ র‌্যাবের হাতে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জুলাই ১, ২০২০
নকল হ্যান্ড স্যানিটাইজার-মাস্কসহ র‌্যাবের হাতে আটক ১ আটক মো. নাঈম সালাউদ্দীন

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন পাঠানতুলী এলাকায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের কেএন ৯৫ মাস্কসহ মো. নাঈম সালাউদ্দীন (২৬) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ জুলাই) পাঠানতুলী এলাকায় বায়জিদখান বিল্ডিংয়ের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

আটক মো. নাঈম সালাউদ্দীনের কাছ থেকে ৪৯২ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল নিম্নমানের কেএন ৯৫ মাস্ক ও সার্জিক্যাল মাস্ক উদ্ধার করা হয়েছে।

আটক মো. নাঈম সালাউদ্দীন নগরের চান্দগাঁও এলাকার সেলিম সালাউদ্দীনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বাংলানিউজকে বলেন, পাঠানতুলী এলাকায় অভিযান চালিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের কেএন ৯৫ মাস্কসহ মো. নাঈম সালাউদ্দীন নামে একজনকে আটক করা হয়েছে।

তার কাছ থেকে ৪৯২ লিটার নকল হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল নিম্নমানের কেএন ৯৫ মাস্ক ও সার্জিক্যাল মাস্ক উদ্ধার করা হয়েছে। তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।