ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর জেটির 'ইজুমু' জাহাজে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১, ২০২০
বন্দর জেটির 'ইজুমু' জাহাজে আগুন বন্দর জেটির 'ইজুমু' জাহাজে আগুন

চট্টগ্রাম: পানামা পতাকাবাহী 'এমভি ইজুমু' জাহাজে আগুন লেগেছে।

বুধবার (১ জুলাই) সাড়ে ৫টার দিকে বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ নম্বর জেটিতে বাঁধা জাহাজটিতে হঠাৎ করে আগুন লেগে যায়।

বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ও টাগবোট 'কাণ্ডারী ৮' ও 'কাণ্ডারী ১২' এর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বন্দরের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, হঠাৎ করে আগুন লেগে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সূত্র জানায়, ১৪৭ দশমিক ২০ মিটার লম্বা, সাড়ে ৮ মিটার ড্রাফটের চার্টার্ড ভ্যাসেলটি সকালে বন্তর জেটিতে ভিড়েছিলো।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।