bangla news

করোনা উপসর্গ নিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৭-০১ ৩:২০:২৯ পিএম
সিএমপির লগো।

সিএমপির লগো।

চট্টগ্রাম:  করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্য।

বুধবার (১ জুলাই) দুপুরে মারা যান তিনি। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম আ ফ ম জাহেদ (৪১)। তিনি সিএমপি ট্রাফিক-উত্তর বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

আ ফ ম জাহেদ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার মো. জয়নাল আবদীনের ছেলে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মোহাম্মদ আবুবকর সিদ্দিক বাংলানিউজকে বলেন, ট্রাফিক কনস্টেবল আ ফ ম জাহেদ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার করোনা উপসর্গ ছিল। নমুনা সংগ্রহ করা হয়েছে।

মোহাম্মদ আবুবকর সিদ্দিক জানান, ২৩ জুন কর্তব্যরত অবস্থায় অসুস্থতাবোধ করলে বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেন। চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। করোনা উপসর্গ থাকায় ২৫ জুন পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। সে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

‘হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) আ ফ ম জাহেদের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বিভাগীয় পুলিশ হাসপাতাল ও পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। বুধবার দুপুরে মারা যান আ ফ ম জাহেদ।’ যোগ করেন মোহাম্মদ আবুবকর সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এসকে/এমআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম সিএমপি ৪৮৪
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-07-01 15:20:29