ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা ভাইরাসে আক্রান্ত নন ডা. আব্দুর রব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ৩০, ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত নন ডা. আব্দুর রব ডা. আব্দুর রব।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের প্রধান ডা. আব্দুর রব করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছেন।

ডা. আব্দুর রব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন- কয়েকটি সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বাংলানিউজকে তিনি আক্রান্ত নন বলে নিশ্চিত করেন।

তিনি বলেন, আমার সহধর্মিণীর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসার পর আমিও নমুনা পরীক্ষার জন্য দিই।

তবে ফলাফল নিয়ে একটু বিভ্রান্তি তৈরি হয়।

‘এ কারণে দ্বিতীয়বার বিআইটিআইডি এবং চমেক হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়।

দুই ল্যাবের ফলাফলেই করোনা নেগেটিভ আসে। ’

চট্টগ্রামে করোনা চিকিৎসা শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্ব পালন করে আসছেন ডা. আব্দুর রব।

গত ২৫ জুন ডা. আব্দুর রবের স্ত্রী ডা. ফিরোজা মেহের করোনা ভাইরাসে আক্রান্ত হন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।