ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মোজাম্মেল হকের মৃত্যুতে সিইউজে-বিএফইউজে নেতাদের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, জুন ২৯, ২০২০
মোজাম্মেল হকের মৃত্যুতে সিইউজে-বিএফইউজে নেতাদের শোক খোন্দকার মোজাম্মেল হক

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা ও আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতারা।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক শোক বার্তায় ‘গেদু চাচা’ খ্যাত প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গেদু চাচা খ্যাত খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে দেশ গরীব দুঃখী মানুষের জন্য কলম ধরা প্রগতিশীল এক সাংবাদিককে হারালো।

বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, সদস্য রুবেল খান ও আজহার মাহমুদ মুক্তিযোদ্ধা ও আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে শোক জানান।

সোমবার বিকেল ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান খোন্দকার মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।