ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আসামিকে ছেড়ে দেওয়ায় আরএনবির পরিদর্শক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০২০
আসামিকে ছেড়ে দেওয়ায় আরএনবির পরিদর্শক বরখাস্ত আরএনবির পরিদর্শক ইসরাফিল মৃধা

চট্টগ্রাম: এক আসামিকে ছেড়ে দেওয়ায় চট্টগ্রামে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রধান পরিদর্শক ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ জুন) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

২৭ জুন রেলওয়ে পাহাড়তলীর সেলডিপুতে সহকারী প্রকৌশলী (স্টোর)  মো.  ইউনুসের সহয়তায় অবৈধভাবে রেলের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাচারকালে ৪ জনকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

 

৪ জন আসামিকে আটক করা হলেও নিজ ক্ষমতাবলে একজন আসামিকে ছেড়ে দেন সেলডিপুতে দায়িত্বরত প্রধান পরিদর্শক ইসরাফিল মৃধা। যেটি আইনবিরোধী হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ বাংলানিউজকে বলেন, নিজ ক্ষমতাবলে মুচলেকা নিয়ে এক আসামিকে ছেড়ে দেন তিনি। যেটি আইনবিরোধী।  

'তাই ইসরাফিল মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কারখানা শাখার চিফ ইন্সপেক্টর রেজওয়ানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। ’

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০২০
জেইউ/টিসি/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।