ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুলজার টাওয়ারে বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৩২ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জুন ২৮, ২০২০
গুলজার টাওয়ারে বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৩২ লাখ গুলজার টাওয়ার

চট্টগ্রাম: ৭ মাসে সাড়ে ৩২ লাখ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নগরের গুলজার টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৪ মাসে সাড়ে ১১ লাখ টাকা বকেয়া থাকায় চকবাজারের একটি বিপণি বিতান ও ফ্ল্যাট বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ।

রোববার (২৮ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।

কাজীর দেউড়ির বিদ্যুৎ বিতরণ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজ্জ্বল কুমার মোহন্ত বাংলানিউজকে বলেন,  ৭ মাসের  বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গুলজার টাওয়ারে নোটিশ দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

৪ মাসের বকেয়া থাকায় নগরের চকবাজার মোড়ের সুবসতি সৈয়দ সেন্টার বিপনি-বিতান ও অ্যাপার্টমেন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

‘গুলজার টাওয়ারে সাড়ে ৩২ লাখ, সুবসতি সৈয়দ সেন্টার বিপনি-বিতান ও অ্যাপার্টমেন্টের সাড়ে ১১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম বাংলানিউজকে বলেন, এখনও পর্যন্ত গুলজার টাওয়ার থেকে কেউ যোগাযোগ করেনি। মূলত নোটিশ দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।