ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুন ২৮, ২০২০
চট্টগ্রামে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম: মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বন্দর থানা ছাত্রলীগ।

মহানগর ছাত্রলীগের নির্দেশনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে বন্দর থানার আওতাধীন ৩৬, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বন্দর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান বাবু বলেন, পরিবেশ বাঁচাতে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে আমরা বন্দর থানার আওতাধীন ৩৬, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেছি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রিফাত, জয় দাশ, অর্থ সম্পাদক মো. তানজির, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রাজু দাশ, সুমন দত্ত শোভন।

মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাংলানিউজকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণ, বসতবাড়ির আশপাশে, নিজেরা বৃক্ষরোপণ করছি। পাশাপাশি শিক্ষার্থীদের বিনামূল্যে চারা বিতরণ করছি।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad