ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিসি রোডের কাজে দীর্ঘসূত্রতা, মেয়র নাছিরের অসন্তোষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ২৮, ২০২০
পিসি রোডের কাজে দীর্ঘসূত্রতা, মেয়র নাছিরের অসন্তোষ পিসি রোড পরিদর্শন করেন মেয়র মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরের প্রধানতম পোর্ট কানেকটিং (পিসি) রোডের তাসপিয়া থেকে সাগরিকা পর্যন্ত পরিদর্শনকালে চলমান কাজে দীর্ঘসূত্রতা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন মেয়র মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (২৮ জুন) বিকেলে পরিদর্শনের সময় মেয়র আগামী নভেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বরত প্রকৌশলীদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে মেয়র এলাকার যানবাহন ও জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটায় দুঃখ প্রকাশ করেন এবং কাজের গুণগতমান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও সংস্কারকাজে দীর্ঘসূত্রতা জনদুর্ভোগ বাড়াচ্ছে। এটা ঠিকাদারদের চুক্তির বরখেলাপ।

কোনো অজুহাতে কাজের দীর্ঘসূত্রতা এবং গুণগতমান রক্ষা করা না হলে কঠোর  ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।

পরিদর্শনকালে চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, নাসির উদ্দিন, মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ২৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।