ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় ড্যাবের সহায়তায় আইসোলেশন সেন্টারের উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০২০
 বাকলিয়ায় ড্যাবের সহায়তায় আইসোলেশন সেন্টারের উদ্যোগ বাকলিয়ার কুইন্স কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম: ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় করোনা রোগীদের জন্য বাকলিয়ার কুইন্স কমিউনিটি সেন্টারকে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

এ সময় তিনি বলেন, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।

কোভিড রোগীদের পাশে দাঁড়াতেই বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা হবে।

তিনি বলেন, প্রতিবাদ করা কি অপরাধ? মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো মেধাবী তরুণ ছাত্রদল নেতা মীর সাদেক অভিকে।

তিনি অবিলম্বে দোষীদের গ্রেফতারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, ড্যাব চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব মহানগর সভাপতি ডা. মো. আব্বাস উদ্দীন, ড্যাব চট্রগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহানগর বিএনপির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এসএম সারোয়ার আলম, নগর বিএনপি নেতা ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, আলমগীর নূর, অ্যাডভোকেট তারিক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।