ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা আক্রান্ত কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জুন ২২, ২০২০
করোনা আক্রান্ত কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলাম

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম।

সোমবার (২২ জুন) নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ বলে জানতে পারেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম নিজেই।

করোনা পজিটিভ হলেও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের তেমন কোনো উপসর্গ নেই। করোনা পজিটিভ বলে জানার পর তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

শনিবার (২০ জুন) পরীক্ষার জন্য ঢাকায় নমুনা দেন আমিনুল ইসলাম। সোমবার তিনি রিপোর্ট পান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার নমুনা দিয়েছিলাম। সোমবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। পজিটিভ এলেও আমার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। আমি সুস্থ আছি।

তিনি বলেন, আমার নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হয়েছে। সকলের কাছে দোয়া চাই।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২২, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।