ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় গৃহবধূর ‘আত্মহত্যা’, পরিবারের দাবি খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুন ২২, ২০২০
সাতকানিয়ায় গৃহবধূর ‘আত্মহত্যা’, পরিবারের দাবি খুন

চট্টগ্রাম: সাতকানিয়ার মাদার্শা এলাকায় পারিবারিক কলহের জেরে এক প্রবাসীর স্ত্রী ‘বিষপানে আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে গৃহবধূর পরিবারের দাবি তাকে ‘বিষ পান করিয়ে হত্যা’ করা হয়েছে।

রোববার (২১ জুন) রাতে মাদার্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এয়াজুর পাড়া সিকদার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম বিবি কাউসার (৩০)।

তিনি ওই এলাকার দিদারুল আলমের স্ত্রী।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, মাদার্শা এলাকায় এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর পেয়েছি।

স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে মরদেহের ময়নাতদন্ত হয়।

তিনি বলেন, মেয়ের বাপের বাড়ির লোকজন দাবি করেছে, তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ২২, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।