ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ২১, ২০২০
বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে! রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলীর ‘ডিএফএ ফান্ড’ অফিস।

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলীর ‘ডিএফএ ফান্ড’ অফিস। এখানে ১৫ জন কর্মচারী কাজ করেন। সরকারি এ অফিসটি অবস্থা এমন-বৃষ্টি হলে তাদের ভিজতে হয়। আর সূর্যের প্রখর রোদে পুড়তে হয়।

রেলওয়ের কন্ট্রোল বিভাগ, ওয়ার্কশপ, লোকো শেডসহ পাহাড়তলীর রেলওয়ের ৬টি অফিসের কর্মকর্তা-কর্মচারীর আর্থিক হিসাব এখানে জমা থাকে। টিনশেড অফিসটির একটি দেয়াল ভেঙে যাওয়ায় গত কয়েকমাস ধরে বৃষ্টি হলে সরাসরি অফিসের ভেতর পানি পড়ছে।

পানিতে ভিজে যাচ্ছে অফিসের গুরুত্বপূর্ণ নথি। এমনকি ভিজছেন কর্মচারীরাও।

বৃষ্টির পানিতে অফিসের ভেতর হাঁটু সমান পানি জমে যাচ্ছে। ফলে পাহাড়তলীর ৬টি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজন হলেও অফিসের ভেতর যেতে পারছেন না। জানালার ফাঁক দিয়ে কথা বলেই কাজ সারছেন তারা। ডিএফএ ফান্ড অফিসের কর্মচারীরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে দিলেও এখনও অফিসটি সংস্কার করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএফএ ফান্ড অফিসের কর্মচারীরা জানান, গত কয়েকদিন বৃষ্টির পানিতে হাঁটু সমান পানি জমে গেছে। এরপরও চেয়ারের ওপর পা রেখে অফিস করতে হচ্ছে। বৃষ্টি হলে বৃষ্টির পানি শরীরে পড়ছে। অফিসের গুরুত্বপূর্ণ নথি ভিজে নষ্ট হচ্ছে। বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়েছে।  

জানতে চাইলে পাহাড়তলীর রেলওয়ের ডিভিশনাল ফান্ড অফিসার (ডিএফএ) শাহ আলম বাংলানিউজকে বলেন, অফিসের একটি দেয়াল ভেঙে যাওয়ায় সেখানে একটু বৃষ্টির পানি পড়ছে। সংস্কার করার জন্য বলা হয়েছে, শিগগিরই সংস্কার করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২১, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।