ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় ২ জন, উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুন ১৯, ২০২০
চট্টগ্রামে করোনায় ২ জন, উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত দুইজন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে এসব রোগী মারা যান।  

জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বাংলানিউজকে বলেন, করোনা উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে একজন সকাল ১১টায় এবং অন্যজন সন্ধ্যা ছয়টায় মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বি. জেনারেল এসএম হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত চমেক হাসপাতলের করোনা অবজারভেশন ইউনিটে ( হলুদ জোন) ১০২ জন রোগী ভর্তি রয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে এ ইউনিটে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আইসোলেশন ইউনিটে (রেড জোন) ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ ইউনিটে করোনা পজেটিভ আরও দুইজনের মৃত্যু হয়।

সব মিলে এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯১১ জন এবং মৃত্যুবরণ করেছে ১৩৬ জন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad