ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রকৌশলী আবুল কালামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জুন ১৯, ২০২০
প্রকৌশলী আবুল কালামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

চট্টগ্রাম: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক প্রধান প্রকৌশলী আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দায়িত্ব পালনে আবুল কালাম নিষ্ঠা ও সততার পরিচয় দিয়েছেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার দুপুরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রকৌশলী আবুল কালাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

চট্টগ্রাম শহরের মৌসুমি আবাসিক এলাকার বাসিন্দা প্রকৌশলী আবুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।