bangla news

নিজে ভিজে রোগীর মাথায় ছাতা, মুখে মাস্ক দিলেন সাংবাদিক

​সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ৬:০০:৪৬ পিএম
সাংবাদিক নিজে ভিজে ছাতা ধরলেন রোগীর মাথায়, মুখে পরিয়ে দিলেন মাস্ক

সাংবাদিক নিজে ভিজে ছাতা ধরলেন রোগীর মাথায়, মুখে পরিয়ে দিলেন মাস্ক

চট্টগ্রাম: ট্রলির ওপর বৃষ্টিতে ভিজছেন বৃদ্ধা রোগী। মুখে নেই মাস্কও। চোখে পড়া মাত্রই দৌড়ে গেলেন আলোকচিত্র সাংবাদিক এসএম তামান্না। নিজে ভিজে ছাতা ধরলেন রোগীর মাথায়, ক্যামেরার ব্যাগ থেকে নতুন মাস্ক বের করে পরম মমতায় পরিয়ে দিলেন রোগীর মুখে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তোলা সাংবাদিকের মানবিকতার এ ছবিটি ছড়িয়ে পড়েছে।

প্রতিদিনের মতো করোনাকালে পেশাগত দায়িত্ব পালনে চমেকের সামনে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে অবস্থান করছিলেন আমাদের সময়ের স্টাফ ফটোগ্রাফার তামান্না। তিনি যখন মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তখন সেটা নিজের ক্যামেরায় ধারণ করেন দ্যা ডেইলি স্টারের স্টাফ ফটো জার্নালিস্ট মো. রাজীব রায়হান।

রাজীব বাংলানিউজকে বলেন, প্রায় প্রতিদিনই আমরা চমেক হাসপাতালের সামনে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ-দুর্দশার ছবি তুলতে যাই। যখনই দেখলাম সহকর্মী তামান্না বৃষ্টিভেজা এক মুমূর্ষু রোগীর মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন অমনি ক্লিক করি। আমরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্দশাগ্রস্ত রোগীদের সাধ্যমতো সহায়তা ও পরামর্শ দিয়ে থাকি। কয়েকদিন আগে যখন চট্টগ্রামে অক্সিজেন সংকট প্রকট হলো, সিলিন্ডারের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে দেওয়া হলো তখন অনেক রোগীকে আমরা বিনামূল্যে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন সরবরাহ করে, অ্যাম্বুল্যান্স সার্ভিস দেয় তাদের নাম্বার দিয়ে ফোন করে সহায়তা করেছি।

অনুভূতি জানতে চাইলে এসএম তামান্না বাংলানিউজকে বলেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। একজন বৃদ্ধা রোগীকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। মাথার ওপর ছাতা নেই, মুখে নেই মাস্ক পর্যন্ত। মানবিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালাম। আমরা সবাই যদি করোনাকালে অসহায়দের পাশে দাঁড়াই তাহলে তাদের দুঃখ-কষ্ট অনেক লাঘব হবে। আমরা যারা প্রতিদিন পেশাগত কাজে যাই সবাই চেষ্টা করি মানুষের পাশে থাকার।  

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম বাংলানিউজকে বলেন, করোনার এ দুঃসময়ে আলোকচিত্র সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিকবোধ থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এটা আমাদের জন্য গর্বের।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এআর/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 18:00:46