ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শনিবার থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ সাময়িক বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১৯, ২০২০
শনিবার থেকে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ সাময়িক বন্ধ সোনার বাংলা এক্সপ্রেস থেকে তোলা ছবি

চট্টগ্রাম: যাত্রী সংকটের কারণে শনিবার (২০ জুন) চট্টগ্রাম থেকে সোনার বাংলা এক্সপ্রেস ও রোববার (২১ জুন) উপকূল এক্সপ্রেস ট্রেন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) এএমএম শাহনেওয়াজ।

পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বাংলানিউজকে জানান, শনিবার ঢাকা থেকে সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে।

ট্রেনটি চট্টগ্রাম পৌঁছবে দুপুরে। তবে ওইদিন বিকেল ৫টায় ঢাকার উদ্দেশে সোনার বাংলা এক্সপ্রেস ছেড়ে যাবে না।

এ ছাড়া উপকূল এক্সপ্রেস ট্রেনটিও রোববার (২১ জুন) চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে না। এ দু’টি ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) কালিকান্ত ঘোষের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের পক্ষ থেকে ১৫ জুন রেড জোন ও ১৬ জুন সাধারণ ছুটি ঘোষণা করায় ট্রেনে যাত্রী সংখ্যা কমে আসছে। এ জন্য সোনার বাংলা শনিবার থেকে ও উপকূল এক্সপ্রেস রোববার থেকে সাময়িক বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।