ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কমছে না মাছ-মাংস ও সবজির দাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০২০
কমছে না মাছ-মাংস ও সবজির দাম কাজির দেউড়ি বাজার। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বৈরি আবহাওয়ায় গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে মাছ-মাংস ও সবজির দাম ঊর্ধ্বমুখি। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের সরবরাহও কমে গেছে।

কাজির দেউড়ি বাজারে শুক্রবার (১৯ জুন) ইলিশ মাছ ৪শ-৬শ টাকা, চিংড়ি সাড়ে ৬শ টাকা, কোরাল সাড়ে ৭শ টাকা, লইট্যা ১৫০-১৬০ টাকা, বাটা সাড়ে ৩শ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, রুই ১৫০ টাকা, কাতাল ১৮০-২শ টাকা, পাবদা সাড়ে ৪শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা, লেয়ার ২৫০ টাকা, কর্ক ২৪০-২৫০ টাকা, গরুর মাংস সাড়ে ৭শ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮শ টাকা কেজি দরে।

সবজির মধ্যে কাঁকরোল ৪০ টাকা, আলু ৩০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৪০ টাকা, ঝিঙ্গা ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, গাজর ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।