bangla news

করোনায় আক্রান্তদের জন্য রেলওয়ের ‘কুইক রেসপন্স টিম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৯ ১১:৫৫:৫০ এএম
ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম: রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে সার্বিক সহযোগিতা দিতে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

১০ সদস্যের ওই কমিটির নেতৃত্ব দিচ্ছেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. সামসুল আলম মো. ইমতিয়াজ। কমিটির অন্য সদস্যরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাদেকুর রহমান, ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ এম সালাহ উদ্দিন, পাহাড়তলীর ডিএমও চিন্ময় বিশ্বাস, ঢাকার ডিএমও ইবনে শফি আবদুল আহাদ।

এছাড়া কমিটিতে আছেন পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী, ঢাকার ডিসিও মো. শওকত জামিল মোহসী, পূর্বাঞ্চলের এজিএম জোবেদা আক্তার, পূর্বাঞ্চলের (এমই/সদর) জাহিদ হাসান ও পূর্বাঞ্চলের এসও-১ মো. আবু খালেদ চৌধুরী।

রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) এ কমিটি গঠন করে দেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে কুইক রেসপন্স টিম আক্রান্ত ব্যক্তি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, সুরক্ষা সামগ্রিসহ অন্যান্য যেকোনও প্রয়োজন এ টিম পূরণ করবে।

তিনি বলেন, করোনায় আক্রান্তের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এই টিম রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলীকে অবহিত করবেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ১৯, ২০২০
জেইউ/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-19 11:55:50