bangla news

সিআইডি চট্টগ্রাম মেট্রোর এসপি শাহনেওয়াজ খালেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৮ ৯:২৩:২২ পিএম
মো. শাহনেওয়াজ খালেদ

মো. শাহনেওয়াজ খালেদ

চট্টগ্রাম: নোয়াখালী পিটিসিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. শাহনেওয়াজ খালেদকে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার(এসপি) পদে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাকে সিআইডি চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার পদে পদায়ন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একই আদেশে আরও ২১৪ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলী করা হয়।

মো. শাহনেওয়াজ খালেদ ২৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

যোগদানের পর থেকে তিনি সিএমপিতে এসি কোতোয়ালী, ডিএমপিতে এসি গুলশান, এডিসি গুলশান, অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী জেলাসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন৷

মো. শাহনেওয়াজ খালেদ কৃতিত্বপূর্ণ কাজের জন্য পিপিএম পদক লাভ করেন। তিনি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এসকে/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   সিএমপি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-18 21:23:22