ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৭৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৪, জুন ১৮, ২০২০
করোনা: চট্টগ্রামে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৭৮

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৮ জন। মৃত্যু হয়েছে চার জনের এবং সুস্থ ৫২ জন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ৫টি ল্যাবে নমুনা পরীক্ষায়  মোট ৭৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ইম্পেরিয়াল হাসপাতালে যথাক্রমে ২৭৯টি, ৪২টি, ১৫০ টি, ১৫৫ টি এবং ১৩৯ টি করা হয়। এছাড়া কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ৩১টি নমুনা পরীক্ষা করা হয়।

এইদিন নতুন করে বিআইটিআইডি ল্যাবে ৪৩ জন, চবি ল্যাবে ২১ জন, চমেক ল্যাবে ৬৩ জন, সিভাসু ল্যাবে ২৫ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জন শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকায় ১০৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৭৫ জন।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জুন ১৮, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।