ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১১ মামলার আসামী বাপ্পী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ১৭, ২০২০
১১ মামলার আসামী বাপ্পী গ্রেফতার ১১ মামলার আসামী বাপ্পী গ্রেফতার।

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খলিলুর রহমান বাপ্পীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে খলিলুর রহমান বাপ্পীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার খলিলুর রহমান বাপ্পী ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী সালেহ আহমদ চেয়ারম্যান লেইনের হামিদুর রহমানের ছেলে।

খলিলুর রহমান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাধিক মামলা সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাও রয়েছে তার বিরুদ্ধে।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) ও দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ অর্নব বড়ুয়া বাংলানিউজকে বলেন, আগ্রাবাদ হোটেলের উত্তর পাশে রাস্তায় অভিযান চালিয়ে খলিলুর রহমান বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন বাংলানিউজকে বলেন, খলিলুর রহমান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় ১১টি মামলা রয়েছে। একাধিক মামলা সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানাও রয়েছে তার বিরুদ্ধে।

আদালতের মাধ্যমে বাপ্পীকে কারাগের পাঠানো হয়েছে বলে জানান এসআই অর্নব বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad