bangla news

আল্লামা শফি আহমেদকে স্বপদে বহাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-১৭ ৮:২৯:৪২ পিএম
আল্লামা শাহ আহমদ শফি, ফাইল ফটো

আল্লামা শাহ আহমদ শফি, ফাইল ফটো

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে আমৃত্যু হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক রেখেছে মাদ্রাসার শুরা কমিটি।

একই সঙ্গে মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্হানে মাদ্রাসার শিক্ষক মাওলানা শেখ আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফির সভাপতিত্বে শুরা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আল্লামা শফির ব্যক্তিগত সহকারী মাওলানা শফি বাংলানিউজকে বলেন, শফি হুজুরের সভাপতিত্বে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বৈঠক হয় হুজুরের কক্ষে। এখানে শুরা কমিটির সবাই উপস্থিত ছিলেন। সবার একমতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুন ১৭, ২০২০
জেইউ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-17 20:29:42