ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএসআরএম ফ্যাক্টরিতে দগ্ধ ১ জনের মৃত্যু, ৪ জন ঢাকায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জুন ৬, ২০২০
বিএসআরএম ফ্যাক্টরিতে দগ্ধ ১ জনের মৃত্যু, ৪ জন ঢাকায়

চট্টগ্রাম: জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শ্রমিক মো. আবুল কাশেম (৩৫) মারা গেছেন।

এ ঘটনায় দগ্ধ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

শনিবার (০৬ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনায় ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরে সেখানে চিকিৎসাধীন আবুল কাশেম মারা যান। কাশেমের বাড়ি মিরসরাইয়ের নিজামপুরে।
তার দুই ছেলে এক মেয়ে।

ঢাকায় নিয়ে যাওয়া চারজন হলেন-গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) এবং নজরুল ইসলাম (২৪)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মিথুন পালিত বাংলানিউজকে বলেন, গিয়াস উদ্দিনের ৯৮ শতাংশ শ্বাসনালি পুড়ে গেছে, নজরুল ইসলাম ১০০ শতাংশ, মহিউদ্দিন ৮০শতাংশ এবং নুর হোসেনের ৬০ শতাংশ ইনহলেশন ইনজুরি রয়েছে।

তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ফ্যাক্টরিতে লোহা গলানোর সময় তরল সিসায় দগ্ধ হন ওই ৫ জন। এর মধ্যে ৩৫ বছর বয়সী আবুল কাশেম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

>> বিএসআরএম ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ ৫ শ্রমিক চমেকে ভর্তি

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ৬, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।