ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিআইটিআইডি ল্যাব প্রধান করোনামুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ৬, ২০২০
বিআইটিআইডি ল্যাব প্রধান করোনামুক্ত

চট্টগ্রাম: করোনা আক্রান্ত বিআইটিআইডি ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ করোনামুক্ত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাতে বিআইটিআইডি ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে তাঁর করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে বলে জানিয়েছেন তিনি।

অধ্যাপক ডা. শাকিল আহমেদ বাংলানিউজকে বলেন, আমি মোটামুটি সুস্থ আছি।

আক্রান্ত হওয়ার পর গতকাল করোনা টেস্ট করা হয়। এতে ফলাফল নেগেটিভ আসে।
আরও কয়েকদিন পর দ্বিতীয়বার করোনা টেস্ট করাবো।

এর আগে গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হন ডা. শাকিল আহমেদ। এরপর ১৪ দিনের জন্য বাসায় আইসোলেশনে চলে যান তিনি। পরে তাঁর অবর্তমানে ল্যাবের দায়িত্ব পালন করেন রাঙ্গামাটি মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন। গত ২৫ মার্চ থেকে চট্টগ্রামের করোনা পরীক্ষা শুরুর পর ল্যাবের নেতৃত্ব দিচ্ছিলেন ডা. শাকিল।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।