ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১৪০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, জুন ৬, ২০২০
চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত ১৪০ জন

চট্টগ্রাম: নমুনা পরীক্ষায় আরও ১৪০ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮০৬ জন।

শুক্রবার (৫ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

করোনা আক্রান্তদের মধ্যে ৭২ জন চট্টগ্রাম নগরের এবং ৬৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ৫৯৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৫২ জন। মোট আক্রান্তের ৭৪ শতাংশ মহানগর এবং ২৬ শতাংশ বিভিন্ন উপজেলা বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।